Web Analytics

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার নির্বাচন কমিশনার সোমবার যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এর আগে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গুরুত্বপূর্ণ বৈঠকে বসে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকে তফসিলের খসড়া চূড়ান্ত করা হয় এবং কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার দিন থেকেই প্রতিটি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন এবং ভোটের পাঁচ দিন আগে সংখ্যা বাড়ানো হবে। ভোটের সময় এক ঘণ্টা বাড়িয়ে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

ইসি আরও জানিয়েছে, তফসিল ঘোষণার পর নতুন কোনো প্রকল্প অনুমোদন করা যাবে না এবং আইন অনুযায়ী যোগ্য ব্যক্তিরাই নির্বাচনে অংশ নিতে পারবেন। প্রবাসী ভোটারদের জন্য ব্যালট ছাপানো শুরু হবে ৮ ডিসেম্বর থেকে। সরকারি ও আধা সরকারি কর্মকর্তারা ভোটের দায়িত্বে থাকবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।