Web Analytics

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের তিন ম্যাচের হকি সিরিজ। সিরিজের বিজয়ী দল হকি বিশ্বকাপের বাছাইপর্বে খেলার সুযোগ পাবে। এশিয়া কাপে অংশ না নেওয়া পাকিস্তানকে এই প্লে-অফে অংশ নেওয়ার সুযোগ দিয়েছে বিশ্ব হকি ফেডারেশন। নিরাপত্তা জোরদার করা হয়েছে, পাকিস্তান দলকে ম্যাচের দেড় ঘণ্টা আগে মাঠে আনা হবে। দর্শক আকর্ষণে টিকিট ছাড়াই খেলা দেখার সুযোগ রাখা হয়েছে। বাংলাদেশের ডাচ কোচ সিগফ্রাইড আইকম্যান বলেছেন, পাকিস্তানের সঙ্গে পার্থক্য কমানোই তাদের লক্ষ্য। অধিনায়ক রেজাউল করিম বাবু নিয়মিত লিগ ও ক্যাম্পের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। পাকিস্তানের কোচ ওসমান আহমেদ ও অধিনায়ক আম্মাদ শাকিল ভাট বাংলাদেশের আতিথেয়তা ও স্টেডিয়ামের পরিবেশের প্রশংসা করেছেন। পাকিস্তানের প্রধান কোচ তাহির জামান সফর থেকে সরে দাঁড়িয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।