সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ বুধবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে। লাল-সবুজ জাতীয় পতাকায় মোড়ানো মরদেহটি সেনাবাহিনীর হিউম্যান চেইনের মাধ্যমে রাষ্ট্রীয় প্রোটোকলে আনা হয়। সকাল ১১টা ৪৮ মিনিটে ফ্রিজার ভ্যানটি দক্ষিণ প্লাজায় পৌঁছায়, যা সকাল ১১টা ৫ মিনিটে তার ছেলে তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে যাত্রা শুরু করেছিল।
এর আগে সকাল ৮টা ৫৪ মিনিটে খালেদা জিয়ার মরদেহ রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানে নেওয়া হয়। শুরুতে তার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়ার পরিকল্পনা থাকলেও পরে তা পরিবর্তন করে তারেক রহমানের বাসায় নেওয়া হয়। সেখানে পরিবারের সদস্য ও বিএনপি নেতাকর্মীরা শেষবারের মতো শ্রদ্ধা জানান।
বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। জানাজা শেষে তাকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।