Web Analytics

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ২৬ বছর বয়সী এরফান সোলতানির মৃত্যুদণ্ড আজ কার্যকর হতে পারে। গত সপ্তাহে কারাজ শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিক্ষোভে অংশ নেওয়া হাজারো মানুষের মধ্যে সোলতানি একজন। এক সপ্তাহেরও কম সময়ে তার বিচার, দোষী সাব্যস্ত করা এবং মৃত্যুদণ্ডের রায় ঘোষণা সম্পন্ন হয় বলে দ্য গার্ডিয়ান জানিয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এরফানের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটির মতে, ইরানি কর্তৃপক্ষ আবারও ভিন্নমত দমন করতে দ্রুত বিচার ও নির্বিচার মৃত্যুদণ্ড কার্যকর করতে পারে। অ্যামনেস্টি জানায়, ১১ জানুয়ারি সোলতানির পরিবারকে তার সাজার বিষয়ে জানানো হয়। গণবিক্ষোভ ও ইন্টারনেট বন্ধের কারণে তিনি প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

পর্যবেক্ষকদের মতে, চীনের পর ইরান বিশ্বের দ্বিতীয় সর্বাধিক মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ। নরওয়ে-ভিত্তিক ইরান মানবাধিকার সংস্থা জানিয়েছে, গত বছর দেশটিতে অন্তত ১,৫০০ জনকে ফাঁসি দেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।