Web Analytics

বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সতর্ক করে বলেছেন, পরীক্ষার সময় আন্দোলনের অংশ হিসেবে পরীক্ষা বন্ধ করা সরকারি কর্মচারী বিধি লঙ্ঘনের শামিল। বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, যারা পরীক্ষা নিচ্ছেন না, তারা শাস্তির মুখোমুখি হতে পারেন। তিনি বলেন, দশম গ্রেড থেকে নবম গ্রেডে উন্নীত হওয়ার দাবি অন্যায্য ও চাকরির শর্তবহির্ভূত। নবম গ্রেডে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা থাকেন, তাই এটি আন্তঃমন্ত্রণালয় বিষয়। উপদেষ্টা অভিযোগ করেন, শিক্ষকরা কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষাকে আন্দোলনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন, যা অনৈতিক। তিনি জানান, সরকার দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে যে, কোনোভাবেই পরীক্ষা বন্ধ রাখা যাবে না। শিক্ষার্থীদের ও অভিভাবকদের চাপ কমাতে তিনি শিক্ষকদের অবিলম্বে পরীক্ষা নেওয়ার আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।