হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং শাখার একটি পুশকার্টের ধাক্কায় এয়ার ইন্ডিয়ার একটি এয়ারবাস এ-৩২০ বিমানের সামনের ল্যান্ডিং গিয়ার ভেঙে গেছে। শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দিল্লিগামী ফ্লাইটটি ১২৬ জন যাত্রী নিয়ে ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল। বিমানবন্দর সূত্র জানায়, পুশকার্ট চালকের অবহেলার কারণে সামনের চাকায় ধাক্কা লাগে এবং সঙ্গে সঙ্গে চাকা ভেঙে যায়। ফলে বিমানটি গ্রাউন্ডেড ঘোষণা করা হয় এবং যাত্রীদের হোটেলে পাঠানো হয়। পরদিন সকালে কয়েকজন যাত্রীকে মুম্বাইগামী ফ্লাইটে পাঠানো হয়। এ ঘটনায় এয়ার ইন্ডিয়া বিমানের ব্যবস্থাপনা পরিচালকের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে। ক্ষতিগ্রস্ত বিমানটি বর্তমানে বে-এরিয়ায় পার্ক করা আছে এবং মেরামতে সময় লাগতে পারে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান জানান, দায়ী চালককে প্রত্যাহার করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তাকে বরখাস্ত করা হবে।