রয়টার্সের সূত্র অনুযায়ী, যুক্তরাষ্ট্র উন্নত এআই চিপ ও সার্ভারের নির্দিষ্ট চালানে গোপনে ট্র্যাকার বসাচ্ছে চীনে অবৈধ সরবরাহ ঠেকাতে। ডেল ও সুপারমাইক্রোর সার্ভারে ব্যবহৃত এনভিডিয়া ও এএমডির চিপ যুক্ত চালানগুলোতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্র্যাকারগুলো সাধারণত প্যাকেজিং বা সার্ভারের ভেতরে লুকানো থাকে এবং রপ্তানি নিয়ন্ত্রণ ভঙ্গকারীদের শনাক্তে সহায়তা করে। ২০২২ সাল থেকে যুক্তরাষ্ট্র চীনে উন্নত চিপ বিক্রি সীমিত করেছে, যাতে দেশটির সামরিক আধুনিকীকরণ বাধাগ্রস্ত হয়।