Web Analytics

বর্জ্য ব্যবস্থাপনার চরম অব্যবস্থাপনায় রাজধানী ঢাকার জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। প্রধান সড়ক থেকে অলিগলি পর্যন্ত ছড়িয়ে আছে ময়লা-আবর্জনা ও পলিথিন, আর ফুটপাতগুলো উন্মুক্ত প্রস্রাবখানায় পরিণত হয়েছে। ঢাকার দুই সিটি করপোরেশনের তথ্যমতে, ১২৯টি ওয়ার্ডে প্রতিদিন ৬ হাজার ৮০০ থেকে ৭ হাজার ৫০০ টন বর্জ্য উৎপন্ন হয়, যার ৫৫ শতাংশই সংগ্রহ করা হয় না। গত সাত বছরে প্রায় ৩ হাজার ৩২৩ কোটি টাকা ব্যয় সত্ত্বেও ২৫০টিরও বেশি অনিয়ন্ত্রিত ভাগাড় রয়ে গেছে, যা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য গুরুতর হুমকি তৈরি করছে।

সরেজমিনে দেখা গেছে, বর্জ্য সংগ্রহকারীরা সুরক্ষা সরঞ্জাম ছাড়াই কাজ করছেন, ফলে তারা নানা রোগে আক্রান্ত হচ্ছেন। বর্জ্য ব্যবস্থাপনার চার ধাপের প্রতিটিতেই দুর্বলতা রয়েছে, বিশেষ করে পুনর্ব্যবহার ও নিষ্পত্তির ক্ষেত্রে। আন্তর্জাতিক সাময়িকী ‘সায়েন্টিফিক রিপোর্টস’-এর এক গবেষণায় বলা হয়েছে, ঢাকায় প্রতিদিন ৬ হাজার ৪৬৫ টন বর্জ্য উৎপন্ন হয়, যার অধিকাংশই আমিনবাজার ও মাতুয়াইলের প্রায় পূর্ণ ল্যান্ডফিলে ফেলা হচ্ছে। অনিয়ন্ত্রিতভাবে বর্জ্য ফেলার ফলে মাটি ও ভূগর্ভস্থ পানি দূষিত হচ্ছে এবং মিথেন গ্যাস নির্গমনের কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাব বাড়ছে।

সিটি করপোরেশন কর্মকর্তারা জনবল ও যন্ত্রপাতির ঘাটতির কথা স্বীকার করে নাগরিক সচেতনতা ও অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।