Web Analytics

ভেনেজুয়েলায় সামরিক অভিযান শেষে শনিবার রাতে ক্যারিবীয় আকাশপথে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। এই অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করা হয়। ওয়াশিংটন থেকে এএফপি জানিয়েছে, মাদুরো দম্পতিকে হেলিকপ্টারে করে নিউইয়র্কে নেওয়া হয়েছে, যেখানে তাদের বিরুদ্ধে মাদক পাচার ও অস্ত্র সংক্রান্ত অভিযোগের মামলা চলছে। শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী রাজধানী কারাকাসে বিমান হামলার পর তাদের আটক করে।

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, স্থানীয় সময় রাত ১২টা (জিএমটি ০৫:০০) থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে। তিনি বলেন, এয়ারলাইনগুলোকে জানানো হয়েছে এবং তারা দ্রুত ফ্লাইটের সময়সূচি হালনাগাদ করবে। শুক্রবার ফেডারেল এভিয়েশন প্রশাসন সামরিক অভিযানের কারণে নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় আকাশপথ বন্ধের নির্দেশ দিয়েছিল।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে ক্যারিবীয় অঞ্চলে বিমান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।