বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আবাসিক প্লট ও ফ্ল্যাট বিক্রয়, দান বা বন্ধকের ক্ষেত্রে রাজউক, এনএইচএসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি নেওয়ার বাধ্যবাধকতা বাতিল করেছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ১০ নভেম্বর প্রজ্ঞাপন জারি করে নতুন বিধিমালা কার্যকর ঘোষণা করে। এই সিদ্ধান্তের লক্ষ্য হলো সেবা সহজীকরণ, দীর্ঘসূত্রতা ও দুর্নীতি হ্রাস করা। নতুন বিধিমালা অনুযায়ী, মালিকানা হস্তান্তরে আর লিজদাতা প্রতিষ্ঠানের অনুমোদন লাগবে না, তবে জমির ব্যবহার পরিবর্তন বা একাধিক প্লট একত্র করার ক্ষেত্রে অনুমতি অপরিহার্য থাকবে। উন্নয়নকৃত প্লট বা ভবনের ক্ষেত্রে দলিল মূল্যের ২ শতাংশ এবং শুধুমাত্র জমির ক্ষেত্রে ৫ শতাংশ হারে ফি নির্ধারণ করা হয়েছে। দলিল সম্পাদনের ৯০ দিনের মধ্যে রেকর্ড জমা দিতে হবে, বিলম্বে জরিমানা প্রযোজ্য হবে। ৯৯ বছর মেয়াদ শেষে লিজ স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে। তবে বাণিজ্যিক, শিল্প বা বিরোধপূর্ণ সম্পত্তির ক্ষেত্রে পূর্বের অনুমোদন প্রক্রিয়া বহাল থাকবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।