Web Analytics

বিশেষজ্ঞদের মতে, চট্টগ্রাম নগরীর প্রায় ৭০ শতাংশ ভবন বড় ধরনের ভূমিকম্পে ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। ৭ থেকে ৮ মাত্রার ভূমিকম্প হলে বিপুলসংখ্যক ভবন ক্ষতিগ্রস্ত হতে পারে। সয়েল টেস্ট ছাড়া নির্মাণ, দুর্বল ফাউন্ডেশন, ঘনবসতি ও ইমারত নির্মাণ আইন অমান্য করায় নগরীর ঝুঁকি চরমে পৌঁছেছে। রিয়াজউদ্দিন বাজার, খাতুনগঞ্জ, নিউ মার্কেট, হাজারী গলি ও বহদ্দারহাটের মতো অপরিকল্পিত এলাকাগুলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ। ১৯৯৭ সালের হামজারবাগ দুর্ঘটনার পরও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ রয়েছে। সাম্প্রতিক ৫.৭ মাত্রার ভূমিকম্পে ভবন হেলে পড়ার ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ছড়ায়। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, চট্টগ্রাম বন্দর, শাহ আমানত বিমানবন্দর ও ইস্টার্ন রিফাইনারির মতো গুরুত্বপূর্ণ স্থাপনাও ঝুঁকিতে রয়েছে। ফায়ার সার্ভিসের মতে, পুরোনো ও অনিয়ন্ত্রিত ভবনগুলো মাঝারি মাত্রার ভূমিকম্পেও প্রাণহানির আশঙ্কা তৈরি করতে পারে। নগর পরিকল্পনাবিদরা দ্রুত ভবন কোড বাস্তবায়ন ও দুর্যোগ প্রস্তুতি জোরদারের আহ্বান জানিয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।