বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর নির্দেশ দিয়েছেন যে, একীভূত হওয়া পাঁচ ব্যাংকের সব আমানতকারীকে ডিসেম্বরের মধ্যেই তাদের অর্থ ফেরত দিতে হবে। বুধবার অনুষ্ঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম পরিচালনা পর্ষদ সভায় তিনি এই নির্দেশ দেন। সভায় গভর্নর বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করে আমানত ফেরত নিশ্চিত করতে হবে যাতে কোনো প্রযুক্তিগত বা প্রশাসনিক জটিলতা না হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গভর্নর আইটি সিস্টেম দ্রুত একীভূত করা এবং নতুন ব্যাংকের জন্য অভিন্ন মানবসম্পদ নীতিমালা প্রণয়নের নির্দেশ দেন। গ্রাহকরা আগের চেক ব্যবহার করেই টাকা তুলতে পারবেন বলেও জানানো হয়।
আগামী জানুয়ারিতে সম্মিলিত ইসলামী ব্যাংক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে, তবে তার আগেই আমানতকারীরা অর্থ ফেরত পাবেন। পর্ষদ সদস্যরা আমানতকারীদের স্বার্থ রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন।