বিএনপি নেতা ডা. জাহিদ বলেন, সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বিএনপির ঠিকানা বাংলাদেশের ১৮ কোটি মানুষের মাঝে বিস্তৃত। বিএনপিকে একটু ধাক্কা দিলে হেলে পড়বে এটি ভাবার কোনো কারণ নেই। পলায়নকৃত স্বৈরাচার সরকার শত গুম, হত্যা, লাখ লাখ মামলা ও আসামি করে ১৭ বছরেও বিএনপিকে দমিয়ে রাখতে পারেনি। তিনি বলেন, মনে রাখতে হবে স্বৈরাচারের দোসররা আমাদের বাড়ির আশেপাশে আছে। তাদের কাছে লুণ্ঠিত অনেক অর্থ আছে। আপনাকে অথবা দলের নেতাকর্মীদের বিভ্রান্ত করতে পারে তারা। বাঁচার জন্য বিভিন্ন ধরনের কুৎসা রটনা বিভিন্ন ধরনের কর্ম কৌশল করতে পারে। সেই ষড়যন্ত্রে আমরা যাতে পা না দেই।