Web Analytics

ইসরাইল যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় কর্মরত কয়েকটি দাতা ও মানবিক সংস্থার কার্যক্রম স্থগিতের হুঁশিয়ারি দিয়েছে। তেলআবিবের অভিযোগ, এসব সংস্থা নতুন নিয়ম মেনে চলতে ব্যর্থ হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং এতে ডক্টরস উইদাউট বর্ডারস, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল, কেয়ার ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি, অক্সফাম ও কারিতাসসহ তিন ডজনেরও বেশি সংস্থা প্রভাবিত হবে। ইসরাইল বলছে, সংস্থাগুলো তাদের কর্মী, তহবিল ও কার্যক্রম সম্পর্কিত তথ্য ভাগ করে নেওয়ার শর্ত পূরণ করেনি।

ইসরাইল আরও অভিযোগ করেছে, ডক্টরস উইদাউট বর্ডারস তাদের কিছু কর্মীর ভূমিকা স্পষ্ট করতে ব্যর্থ হয়েছে এবং তারা হামাসের সঙ্গে সহযোগিতা করছে। সংস্থাটি এই অভিযোগ অস্বীকার করে বলেছে, ইসরাইলের সিদ্ধান্ত গাজায় তাদের চিকিৎসা কার্যক্রমে বিপর্যয় ডেকে আনবে। আন্তর্জাতিক সংস্থাগুলো ইসরাইলের নতুন নিয়মকে স্বেচ্ছাচারী বলে অভিহিত করেছে, আর তেলআবিব জানিয়েছে, ৩৭টি সংস্থার পারমিট নবায়ন করা হয়নি।

এই পদক্ষেপ গাজায় মানবিক সহায়তা কার্যক্রমে নতুন অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।