Web Analytics

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মাধ্যমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত মেধা ও সাধারণ বৃত্তির সংখ্যা এবং অর্থের পরিমাণ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে যাতে এসএসসি, এইচএসসি ও স্নাতক পর্যায়ের সব বৃত্তির হার ২০ শতাংশ বাড়ানো এবং বৃত্তিপ্রাপ্তদের মাসিক ও এককালীন অর্থ দ্বিগুণ করার কথা বলা হয়েছে। প্রস্তাব কার্যকর হলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৪১ হাজার থেকে বেড়ে ৪৯ হাজার ১৫১ জনে পৌঁছাবে।

মাউশির কর্মকর্তারা জানিয়েছেন, জুনিয়র বৃত্তি বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রাখতে এবং ২০১৫–১৬ অর্থবছরের পর থেকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে এই প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী এসএসসি বৃত্তি ৩০ হাজার ৬০০, এইচএসসি ১২ হাজার ৬০০ এবং স্নাতক (সম্মান ও পাস) মিলিয়ে প্রায় ৬ হাজারে উন্নীত হবে। সব স্তরে মাসিক ভাতা ও বার্ষিক অনুদান দ্বিগুণ করার সুপারিশ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় বর্তমানে প্রস্তাবটি যাচাই করছে এবং অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। অনুমোদন পেলে চলতি অর্থবছর থেকেই বাস্তবায়ন শুরু হতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।