Web Analytics

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জনগণের জীবনযাত্রা ও অর্থনৈতিক সমস্যার সমাধানে আরও মনোযোগী হতে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মন্ত্রিসভার প্রতি আহ্বান জানিয়েছেন। রোববার প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সদস্যরা আয়াতুল্লাহ খামেনির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বলেন, ‘জনগণের জীবনযাত্রা এখন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু।’ তিনি অযৌক্তিক ও নিয়ন্ত্রণহীনভাবে পণ্যের দাম বৃদ্ধি নিয়ে জনগণের উদ্বেগ দূর করতে সরকারের আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। খামেনি বলেন, ‘উচ্চ মনোবল, প্রেরণা ও জাতীয় ঐক্যই জাতীয় শক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। জাতীয় শক্তি ও মর্যাদা বৃদ্ধি করা সরকারের প্রধান দায়িত্ব। আরো বলেন, ‘অভিশপ্ত ও ঘৃণ্য জায়নিস্ট সত্তার ভয়াবহ কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।’ তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন অন্য দেশগুলোকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পরামর্শ দিতে। এ ছাড়া ইসলামি রাষ্ট্রগুলোকে ইসরাইলি সত্তার সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান আয়াতুল্লাহ খামেনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।