Web Analytics

অক্টোবর ১১ তারিখে পাকিস্তানি সেনাবাহিনী আফগান সীমান্তে ১৯টি পোস্ট দখলের দাবি করেছে। পাকিস্তানি বাহিনী দৌরান মেলা, তুর্কমানজাই, শহিদান, কুনার ও চাগাইসহ আফগান অবস্থানগুলোতে আক্রমণ চালায়, যা দেখে অনেক আফগান সৈন্য পালিয়ে যায় এবং কয়েক ডজন নিহত ও আহত হয়। পাকিস্তান বলেছে, প্রতিশোধী হামলায় তারা আর্টিলারি, ট্যাংক, ড্রোন ও বিমান ব্যবহার করেছে। আফগান কর্তৃপক্ষ কাবুলে বিমান হামলার অভিযোগ তুলেছে, যা সীমান্ত সংঘর্ষের কারণ হয়েছে বলে দাবি করা হচ্ছে। কুনার, নানগারহার, পাকতিকা, খোস্ত ও হেলমান্দ প্রদেশে সংঘর্ষের খবর নিশ্চিত করেছে তালেবান। ইসলামাবাদ বিমান হামলার কথা অস্বীকার করলেও কাবুলকে সতর্ক করেছে। কাতার, ইরান ও সৌদি আরবসহ প্রতিবেশী দেশগুলো উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।