ইরানের নিরাপত্তা বাহিনী আবারও নোবেল শান্তি পুরস্কারজয়ী নারী অধিকার কর্মী নার্গিস মোহাম্মদীকে গ্রেফতার করেছে। তার ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ৫৩ বছর বয়সি মোহাম্মদীকে পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে সহকর্মীদের সঙ্গে আটক করা হয়, যখন তিনি সম্প্রতি মৃত আইনজীবী খোসরো আলিকর্দির স্মরণসভায় অংশ নিচ্ছিলেন। বিবিসি শনিবার (১৩ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে।
নোবেল কমিটি এক বিবৃতিতে মোহাম্মদীর ‘নৃশংস গ্রেফতারে’ গভীর উদ্বেগ প্রকাশ করে তার অবস্থান স্পষ্ট করা, নিরাপত্তা নিশ্চিত করা এবং শর্তহীন মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। ২০২৩ সালে নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তিনি নোবেল শান্তি পুরস্কার পান। চলতি মাসের শুরুতে চিকিৎসার জন্য তেহরানের এভিন কারাগার থেকে অস্থায়ীভাবে মুক্তি পেয়েছিলেন তিনি। তার স্বামী তাগি রহমানি জানান, তাকে সহিংসভাবে গ্রেফতার করা হয়েছে, যা মানবাধিকার আইনের পরিপন্থি।
ইরানে মানবাধিকার দমন, নজরদারি ও সেন্সরশিপের বিরুদ্ধে তার অবস্থান দীর্ঘদিনের। তাকে এখন পর্যন্ত ১৩ বার গ্রেফতার করা হয়েছে এবং মোট ৩১ বছরের কারাদণ্ড ও ১৫৪টি বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে।