জাতিসংঘ সতর্ক করেছে যে, শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে গাজা উপত্যকার মানবিক পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, চলমান যুদ্ধ ত্রাণ কার্যক্রমকে জটিল করে তুলছে এবং গাজা ও অধিকৃত পশ্চিম তীরে বাস্তুচ্যুতি বাড়ছে। জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয় অফিস (ওসিএইচএ) ও এর অংশীদার সংস্থাগুলো বিশেষ করে শিশুদের সহায়তা বাড়াতে কাজ করছে। গত দুই মাসে শিশুদের জন্য জুতা, পোশাক, কম্বল ও তোয়ালেসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে, পাশাপাশি ১৬০টি তাঁবু ও মানসিক স্বাস্থ্য সহায়তা প্রদান করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ১৮ জন রোগী ও ৫৪ জন সঙ্গীকে বিদেশে চিকিৎসার জন্য সরিয়ে নিয়েছে, তবে এখনো ১৬ হাজার ৫০০ জনেরও বেশি রোগীকে গাজার বাইরে নিয়ে জীবনরক্ষাকারী চিকিৎসা দিতে হবে। জাতিসংঘ সব সীমান্ত ক্রসিং ও করিডোর খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে, যাতে রোগীরা চিকিৎসা নিতে পারেন এবং আন্তর্জাতিক চিকিৎসক দল গাজায় প্রবেশ করতে পারে।