প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদির বৈঠক হতে পারে বলে জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত ড. খলিলুর রহমান। দিল্লির তরফ থেকেও আনুষ্ঠানিকভাবে ঢাকাকে জানানো হয়েছে। খলিলুর রহমান বলেছিলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান। তাই সব দেশের প্রধানদের সঙ্গে পরবর্তী করণীয় নিয়ে আলোচনার মিটিং একটি স্বাভাবিক প্রক্রিয়া। এর অংশ হিসেবে নরেন্দ্র মোদীও বিমসটেকের চেয়ারম্যানের মিটিং-এ থাকতে পারেন। স্থানীয় কূটনৈতিকরা জানিয়েছেন, ৩-৪ এপ্রিলের প্রধান উপদেষ্টার ব্যাংকক সফরের চূড়ান্ত প্রস্তুতি চলছে।