গাজা যুদ্ধে ইসরাইলের হাতে শীর্ষ নেতৃত্ব নিহত হওয়ার পর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস নেতৃত্ব পুনর্গঠনের জন্য অভ্যন্তরীণ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। হামাসের এক নেতা জানিয়েছেন, নির্বাচনের প্রস্তুতি চলছে এবং পরিস্থিতি স্থিতিশীল হলে ২০২৬ সালের প্রথম মাসের মধ্যেই ভোট গ্রহণ করা হবে। তুরস্কভিত্তিক গণমাধ্যম ডেইলি সাবাহ সোমবার এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নেতৃত্ব পুনর্গঠনের অংশ হিসেবে ৫০ সদস্যের নতুন শুরা কাউন্সিল গঠনের পরিকল্পনা রয়েছে, যা ধর্মীয় ব্যক্তিত্বদের দ্বারা প্রভাবিত একটি পরামর্শদাতা সংস্থা হিসেবে কাজ করবে। হামাসের তিনটি শাখা—গাজা উপত্যকা, অধিকৃত পশ্চিম তীর ও প্রবাসী নেতৃত্ব—প্রতি চার বছর অন্তর নিজেদের সদস্য নির্বাচন করে। পূর্ববর্তী নির্বাচনে সদস্যরা মসজিদ ও অন্যান্য স্থানে একত্রিত হয়ে ভোট দেন। নতুন কাউন্সিল রাজনৈতিক ব্যুরো ও সামগ্রিক নেতার নির্বাচনের দায়িত্বে থাকবে।
সূত্রে বলা হয়েছে, রাজনৈতিক ব্যুরোর প্রধান পদে গাজার হায়া খলিল আল-হাইয়া ও প্রবাসী নেতা খালেদ মেশাল এগিয়ে আছেন। হামাসের মতে, এই নির্বাচন গাজার জনগণের প্রতিরোধ ক্ষমতা ও সংগঠনের স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ।