Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা আবু সাদিক কায়েম বলেছেন, ভারতমুখী রাজনীতি পরিহার করে বাংলাদেশমুখী রাজনীতি গড়ে তুলতে হবে। শুক্রবার সুনামগঞ্জের ছাতক পৌর শহরে জামায়াতে ইসলামী আয়োজিত ছাত্র ও নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফ্যাসিবাদী কায়দায় দেশ চালানোর চেষ্টা করলে জনগণই তার জবাব দেবে। তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণ প্রজন্মের সচেতন ভূমিকা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকার কথা উল্লেখ করে তিনি তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। অনুষ্ঠানে সাবেক অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানীসহ অন্যান্য বক্তারা গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। প্রায় ঘণ্টাব্যাপী এই সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়। অংশগ্রহণকারীরা ন্যায়, সুশাসন ও জাতীয় স্বার্থভিত্তিক রাজনীতির পক্ষে মত প্রকাশ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।