Web Analytics

‘মেহেরবান’ খ্যাত জনপ্রিয় গায়ক মুনাইম বিল্লাহ দীর্ঘ বিরতির পর প্রকাশ করেছেন নতুন সংগীত ‘কোটি হাদির ডাক’। শহীদ শরিফ ওসমান হাদির স্মৃতি ও বিপ্লবী চেতনাকে ধারণ করে গানটি ২২ ডিসেম্বর সকালে শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। মুক্তির পরপরই এটি শ্রোতাদের মধ্যে আলোচনায় আসে এবং মুনাইম বিল্লাহর সংগীতে প্রত্যাবর্তনকে বিশেষভাবে চিহ্নিত করে।

মুনাইম বিল্লাহ বলেন, এই গানটি শুধু একটি সংগীত নয়, বরং শহীদ হাদির আদর্শ ও জাতীয় ঐক্যের প্রতীক। গানটির কথা লিখেছেন কবি জিয়া হক, সুর করেছেন আবু উবায়দা এবং সাউন্ড মিক্সিং করেছেন শরিফ মাহমুদ। কবি জিয়া জানান, এটি প্রচলিত ধারার বাইরে একটি পূর্ণাঙ্গ সংগীত, যেখানে কথা, সুর ও কণ্ঠের সমন্বয় ঘটেছে।

জিয়া হকের লেখা আগের গান ‘হাদি তুই ফিরে আয়’ এক সপ্তাহে দুই মিলিয়নের বেশি ভিউ পেয়েছিল। সংশ্লিষ্টরা আশা করছেন, ‘কোটি হাদির ডাক’ একইভাবে বিপ্লবী সংগীত হিসেবে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।