গণসংহতি আন্দোলনের প্রধান জোনায়েদ সাকি বলেন, দেশের মানুষ আগে আওয়ামী লীগের বিচার তারপর নির্বাচন ব্যবস্থা দেখতে চায়। আমরা সংস্কারও চাই, নির্বাচনও চাই। তিনি বলেন, সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। আমরা প্রত্যেক পক্ষকে আহ্বান জানাই, যে গণতান্ত্রিক প্রক্রিয়া চলছে সেটি যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে যায়। দেশের অস্থিরতা সৃষ্টির চেষ্টা মানে ষড়যন্ত্রের চেষ্টা উল্লেখ করে জোনায়েদ সাকি আরও বলেন, সবাইকে ঐক্য বজায় রাখতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণে সবাইকে ভূমিকা রাখতে হবে।