Web Analytics

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের বৈষম্যমূলক নীতি ফিলিস্তিনিদের জন্য শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি করেছে। প্রতিবেদনে বলা হয়, ইসরাইল নিয়মতান্ত্রিকভাবে ফিলিস্তিনিদের লক্ষ্য করে বৈষম্য চালাচ্ছে এবং তাদের চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে, যা স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। এতে পশ্চিম তীর থেকে সব ইহুদি বসতি প্রত্যাহারের আহ্বান জানানো হয় এবং এই নীতিকে দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্যের সঙ্গে তুলনা করা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারী ও ফিলিস্তিনিদের জন্য দুটি ভিন্ন আইন প্রয়োগ করা হচ্ছে, যার ফলে ফিলিস্তিনিদের ভূমি ও সম্পদ কেড়ে নেওয়া হচ্ছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেন, ইসরাইলের বৈষম্যমূলক আইন ও নীতি অধিকৃত পশ্চিম তীরে জীবনের সব ক্ষেত্রে নিয়ন্ত্রণ ও চাপ সৃষ্টি করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরাইলি আগ্রাসন শুরুর পর পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে, এতে ১,১০০-এর বেশি ফিলিস্তিনি নিহত ও অন্তত ২১ হাজার গ্রেপ্তার হয়েছেন। গত ডিসেম্বরে ইসরাইলি সরকার নতুন ১৯টি ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনা অনুমোদন করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।