মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে সভা, সমাবেশ বা নির্বাচনি প্রচারণার কাজে ব্যবহার না করার নির্দেশ দিয়েছে। মঙ্গলবার অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখা থেকে জারি করা অফিস আদেশে সব শিক্ষা প্রতিষ্ঠানকে এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
আদেশে বলা হয়, ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পাঠানো স্মারকের আলোকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়, কিছু প্রার্থী বা তাদের পক্ষে অন্যরা সেমিনার, সংবর্ধনা বা যুব সমাবেশের নামে ভোটারদের জমায়েত করে প্রচারণা চালাচ্ছেন এবং অনেক সময় রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ বা হলরুম ব্যবহার করছেন, যা নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন।
নির্দেশনায় বলা হয়, রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক কার্যক্রমের অনুমতি না দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে সব সরকারি-বেসরকারি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, টিচার্স ট্রেনিং কলেজ এবং উপজেলা ও জেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের কাছে অনুলিপি পাঠানো হয়েছে।