Web Analytics

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি জানাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত ওই ব্রিফিংয়ে তার পরিবর্তে বক্তব্য দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা ‘ডেভিল হান্ট ফেইজ-২’ অভিযানের অগ্রগতি এবং সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত তুলে ধরেন।

এর আগে সকালে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান জানিয়েছিলেন, উপদেষ্টা নিজেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন। কিন্তু নির্ধারিত সময়ে তিনি উপস্থিত না থাকায় বিষয়টি সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে। মন্ত্রণালয় তার অনুপস্থিতির কারণ জানায়নি।

ব্রিফিংয়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন সংস্থার সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশ্লেষকদের মতে, উপদেষ্টার অনুপস্থিতি মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ যোগাযোগ নিয়ে প্রশ্ন তুললেও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।