Web Analytics

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ‘ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সমাজ ও সর্বস্তরের জনগণের উদ্যোগে’ আয়োজিত এই মিছিলটি গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা চারমাথায় এসে শেষ হয়। পরে ঢাকা–রংপুর মহাসড়কের পাশে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান হাদি ছিলেন চব্বিশের জুলাই আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ ও সম্মুখযোদ্ধা, যিনি ফ্যাসিবাদমুক্ত, চাঁদাবাজমুক্ত ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন। বক্তারা অভিযোগ করেন, কুচক্রী মহল তার এই আদর্শ বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। তারা আরও দাবি করেন, হত্যাকারীরা একটি প্রভাবশালী মহলের ইন্ধনে ভারতে পালিয়ে গিয়ে নিরাপদে রয়েছে।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে হাদি হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।