Web Analytics

মুন্সীগঞ্জে ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতু বা মুক্তারপুর সেতুর আধুনিকায়ন ও সংস্কার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। চীন সরকারের কারিগরি ও আর্থিক সহায়তায় এই প্রকল্পের কাজ সম্পন্ন হবে। প্রকল্পের মূল লক্ষ্য সেতুর কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদী স্থায়িত্ব বৃদ্ধি করা। ধলেশ্বরী নদীর তীরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং সভাপতিত্ব করেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

অনুষ্ঠানে সেতু বিভাগ ও সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা, চীনা দূতাবাসের প্রতিনিধি এবং প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। সেতু সচিব জানান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নির্দেশনা ও তত্ত্বাবধানে কাজটি পরিচালিত হচ্ছে। তিনি বলেন, এই সংস্কার শেষে ঢাকা, মুন্সীগঞ্জ ও দক্ষিণবঙ্গের যোগাযোগ আরও নিরাপদ ও আধুনিক হবে।

চীন সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সচিব বলেন, এই প্রকল্প দুই দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার প্রতীক এবং বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের অংশ। তিনি ক্রমবর্ধমান যানবাহন চাহিদা বিবেচনায় দ্বিতীয় মুক্তারপুর সেতু নির্মাণের আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।