Web Analytics

মোবাইল ফোনের অবৈধ আমদানি ও চোরাচালান রোধে নতুন নীতিমালা গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। বিএমইটি নিবন্ধিত প্রবাসীরা দেশে ফেরার সময় নিজের ব্যবহারের ফোনসহ সর্বোচ্চ তিনটি মোবাইল ফোন ট্যাক্স ছাড়াই আনতে পারবেন। যাদের বিএমইটি কার্ড নেই, তারা একটি অতিরিক্ত ফোন আনতে পারবেন কর পরিশোধ করে। দেশে ৬০ দিনের বেশি অবস্থান করলে প্রবাসীদের ব্যবহৃত ফোন এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার)-এ নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। বৈধ আমদানি উৎসাহিত করতে সরকার মোবাইল আমদানির ৬১ শতাংশ শুল্ক কমানোর পরিকল্পনা করছে এবং স্থানীয় কারখানায় উৎপাদিত ফোনের ওপর ভ্যাট-ট্যাক্সও যৌক্তিকভাবে হ্রাসের উদ্যোগ নেওয়া হয়েছে। বিমানবন্দর ও স্থলবন্দরে নজরদারি বাড়ানো হচ্ছে যাতে রিফারবিশড, ক্লোন বা চুরি হওয়া ফোন দেশে প্রবেশ না করতে পারে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, এনইআইআর চালু হলেও ১৬ ডিসেম্বরের আগে সচল কোনো ফোন বন্ধ হবে না।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।