Web Analytics

পিএসসি সংস্কার ও প্রশ্ন ফাঁসে জড়িতদের শাস্তির দাবিতে ঢাবিতে অনশনরত চাকরি প্রার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দেওয়া ৮ দফা দাবি হলো- ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার পূর্বে প্রশ্নফাঁসে জড়িতদের বহিষ্কার ও শাস্তির ব্যবস্থা করতে হবে। ভবিষ্যতে ৪৬তম বিসিএস বাতিলের কোনো সম্ভাবনা তৈরি হবে না এ মর্মে নিশ্চয়তা দিতে হবে। ৪৫তম বিসিএস থেকে ভাইবার নাম্বার ১০০ করতে হবে। জুলাই মাসের ভেতর ৪৪তম বিসিএসের রেজাল্ট দিয়ে/ভাইবা শেষ করে ৪৬তম রিটেনের আয়োজন করা। দ্রুত অধ্যাদেশ জারি করে কমিশনের সদস্য সংখ্যার সীমা ২৫/৩০ জনে উন্নীতকরণ। ৪৪ এর ক্যাডার পদবৃদ্ধি ও নন ক্যাডার বিধি ২৩ সংস্কার করে ভাইবা উত্তীর্ণ সকলের ৯ম, ১০ম গ্রেডের চাকরি নিশ্চিত করতে হবে ইত্যাদি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।