Web Analytics

রাজধানীর কদমতলীতে দুর্বৃত্তদের হামলায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে কুদার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডারের ব্যবসায়ী শাহাবুদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হলে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই মহিউদ্দিন জানান, শাহাবুদ্দিন আগে ভাঙারির ব্যবসা করতেন এবং দুই মাস আগে গ্যাস সিলিন্ডারের ব্যবসা শুরু করেন। তিনি বলেন, কে বা কারা কী কারণে তার ভাইকে হত্যা করেছে তা তারা জানেন না। পুলিশ জানিয়েছে, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) শাফায়েত হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।