Web Analytics

আইন উপদেষ্টা আসিফ নজরুল লেখেন, জুলাই গণআন্দোলনে একজন শহিদের মেয়ে ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছেন। এই গভীর বেদনাময় ঘটনা আমাদের স্তদ্ধ করেছে। আমরা যতো দ্রুত সম্ভব এর বিচার করবো। অভিযুক্ত দুই আসামি গ্রেফতার হয়েছে এবং বন্দি আছে, তাদের জামিনের খবরটি ভুল। আরো জানান, তাদের ডিএনএ স্যাম্পল নেওয়া হয়েছে। পুলিশ অল্প কয়েকদিনের মধ্যেই চার্জশিট দেবেন। এরপরই বিচার শুরু হবে, সংশোধিত আইন অনুসারে বিচার শুরুর ৯০ দিনের মধ্যে রায় প্রদান করার বাধ্যবাধকতা রয়েছে। তবে ডিএনএ স্যাম্পল অনুকূলে থাকলে এর অনেক আগেই বিচার শেষ হওয়ার কথা। উপদেষ্টা বলেন, আছিয়ার ঘটনায় গত বুধবার বিচার শুরু হয়েছে। আশাবাদ ব্যক্ত করেছিলাম যে বিচারকাজ শুরু হওয়ার ৭ কার্যদিবসের মধ্যে বিচার সম্পন্ন হবে। আশা করি এর ব্যত্যয় হবে না। তিনি বলেন, বিচার হতে দুই চারদিন দেরি হলে কষ্ট হয়, কিন্তু ঠিকঠাক না হলে আপিলে রায়টা টিকবে না!

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।