আওয়ামী লীগ সরকারের আমলে নিবন্ধন পাওয়া ৯৬টি দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন নতুন নীতিমালার আওতায় চূড়ান্তভাবে বাতিল করেছে নির্বাচন কমিশন। ইসির জনসংযোগ পরিচালক জানান, পুরোনো নীতিমালার অধীনে নিবন্ধিত সংস্থাগুলোর বৈধতা আর থাকছে না। বাতিল হওয়া সংস্থাগুলোর মধ্যে বিতর্কিত জানিপপ ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনও রয়েছে, যারা অতীতে বিতর্কিত নির্বাচনে ইতিবাচক সার্টিফিকেট দিয়েছে।