Web Analytics

ডা. জাহিদ বলেন, দেশের মানুষ এখন নির্বাচনী ট্রেনে উঠেছে। এটিকে ষড়যন্ত্র করে কেউ দাবিয়ে রাখতে পারবে না। দাবিয়ে রাখার চেষ্টা করলে সে ষড়যন্ত্র স্বার্থক হবে না। তিনি বলেন, এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে, অন্যায়ের বিচার করা, সংস্কার সাধন করা, জনগণের অধিকার দ্রুততম সময়ের মধ্যে ফিরিয়ে দেওয়া। যা করতে গিয়ে ১০ মাস সময় চলে গেছে। আরো বলেন, বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রাম জুলাই-আগস্টে গিয়ে গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছে। সবশেষে বলেন, আপনারা দেখেছেন সিইসি নূরুল হুদা, হাবিবুল আউয়াল এখন কী বলছেন। চৌদ্দ, আঠারো এবং চব্বিশসহ সকল নির্বাচন ব্লু-প্রিন্টেড করে নির্বাচন করা হয়েছে। জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।