ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলোতে পশ্চিমবঙ্গের মুসলিম পরিযায়ী শ্রমিকদের ওপর হামলার ঘটনা বেড়েছে বলে জানা গেছে। ২০২৬ সালের ৪ জানুয়ারি ওড়িশার সম্বলপুরে মুর্শিদাবাদের শ্রমিক এজাজ আলীকে ‘বাংলাদেশি’ বলে অভিযুক্ত করে মারধর করা হয়, এতে তার হাত ভেঙে যায়। চিকিৎসা না পেয়ে তিনি নিজ জেলায় ফিরে আসেন। একই ধরনের হামলার শিকার হয়েছেন ছত্তিশগড়ের নারায়ণপুরে মুর্শিদাবাদের আরও তিন শ্রমিক, যাদের ওপর লাঠি ও রড দিয়ে হামলা চালানো হয় এবং আগুন দেওয়ার চেষ্টা করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, এসব হামলায় মুসলিম শ্রমিকদের আধার ও ভোটার কার্ড দেখে ‘বাংলাদেশি’ বলে নির্যাতন করা হচ্ছে। হামলাকারীরা তাদের নগদ টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয়। ভয় ও অনিশ্চয়তার কারণে অনেক শ্রমিক কাজ ছেড়ে নিজ রাজ্যে ফিরে যাচ্ছেন।
এই ধারাবাহিক সহিংসতায় বহু পরিযায়ী শ্রমিক বেকার হয়ে পড়েছেন এবং বিজেপি শাসিত রাজ্যগুলোতে মুসলিম শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।