Web Analytics

বাংলাদেশের দৈনিক যুগান্তর-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপমন্ত্রী মুহাজির ফারাই স্পষ্ট জানিয়েছেন—ভারত কাবুলের আঞ্চলিক বস নয়। তিনি বলেন, ইসলামিক আমিরাত ইসলামি ও জাতীয় স্বার্থের ভিত্তিতে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করে এবং কারও নির্দেশে কাজ করে না। আফগানিস্তান পাকিস্তান, ইরান, চীন, ভারত ও বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। সাম্প্রতিক পাকিস্তান-আফগান সীমান্ত সংঘাত প্রসঙ্গে ফারাই জানান, পাকিস্তানি সেনারা আফগান আকাশসীমা লঙ্ঘন করে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছে। তবে আফগানিস্তান শান্তিপূর্ণ সমাধান চায়। টিটিপি (তেহরিক-ই-তালেবান পাকিস্তান) ইস্যুকে তিনি পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা হিসেবে অভিহিত করেন। তিনি দাবি করেন, তালেবান সরকারের অধীনে আফগানিস্তানে নিরাপত্তা ও স্থিতিশীলতা বেড়েছে, মাদক উৎপাদন বন্ধ হয়েছে এবং দেশ এখন সম্পূর্ণ অভ্যন্তরীণ রাজস্বে পরিচালিত হচ্ছে। রাশিয়া, চীন ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক জোরদার হয়েছে, আর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করার উদ্যোগও চলছে। ভারতের সঙ্গে সম্পর্ক নতুন হলেও, তা কোনোভাবেই নির্ভরশীল নয় বলে মন্তব্য করেন তিনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।