Web Analytics

ভ্রমণ বিমা প্রতিষ্ঠান ‘কম্পেয়ার দ্য মার্কেট’-এর সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে, পর্যটকদের পকেটমারি, প্রতারণা ও চুরির ঝুঁকিতে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শহর এখন থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। বিশ্বের ৭৫টির বেশি জনপ্রিয় পর্যটন শহরের রিভিউ বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করা হয়েছে। ৮৩.৪৫ স্কোর নিয়ে ব্যাংকক শীর্ষে, দ্বিতীয় স্থানে ফ্রান্সের প্যারিস (৬৮.৮১) এবং তৃতীয় স্থানে চেক প্রজাতন্ত্রের প্রাগ (৫২.১৬)। চীনের সাংহাই চতুর্থ স্থানে রয়েছে, যেখানে প্রতারণার হার বেশি। এরপর রয়েছে আগ্রা, রোম, পাতায়া, ফুকেট, শেনজেন ও মুম্বাই। প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপ ও এশিয়া অঞ্চলের শহরগুলোই অপরাধের ঝুঁকিতে শীর্ষে রয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, জনপ্রিয় শহরগুলো যতই আকর্ষণীয় হোক, পর্যটকদের সবসময় সতর্ক থাকতে হবে এবং ব্যক্তিগত জিনিসপত্রের প্রতি নজর রাখতে হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।