Web Analytics

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) দুই বিচারকের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে একাধিক ইউরোপীয় দেশ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষিত এই নিষেধাজ্ঞা বিচারক গোচা লর্ডকিপানিদজে ও এরদেনেবালসুরেন দামদিনকে লক্ষ্য করে। ইউরোপীয় দেশগুলো বলছে, এই পদক্ষেপ আদালতের স্বাধীনতা ও দায়মুক্তির বিরুদ্ধে লড়াইকে দুর্বল করবে।

ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে আইসিসি ও তার কর্মীদের বিরুদ্ধে সব ধরনের হুমকি ও চাপের নিন্দা জানায়। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট বলেন, এই নিষেধাজ্ঞা বিচারিক স্বাধীনতার প্রতি আঘাত। ডেনমার্ক, ফিনল্যান্ড, স্পেন, নেদারল্যান্ডস ও নরওয়েও আদালতের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে আন্তর্জাতিক বিচার ও মানবাধিকার ইস্যুতে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে, যা ভবিষ্যতে কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।