Web Analytics

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) পদে নিয়োগ চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারির মাধ্যমে এসব এসপি নির্বাচন করা হয় এবং বুধবার আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করা হয়। লটারির সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রতিনিধি। পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, যেসব কর্মকর্তা পূর্বে এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাঁদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। এরপর পুলিশ ক্যাডারের ২৫, ২৭ ও ২৮তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে তালিকা তৈরি করা হয়। সেই তালিকা থেকে লটারির মাধ্যমে ৬৪ জন কর্মকর্তাকে নির্বাচিত করা হয়েছে, যাতে নির্বাচনী দায়িত্বে নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় থাকে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।