Web Analytics

ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক মার্ক বুচার আইসিসির সিদ্ধান্তকে ‘চরম বিশৃঙ্খলা’ ও ‘নজিরবিহীন’ বলে অভিহিত করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চেয়েছিল। কিন্তু আইসিসি সেই যৌক্তিক অনুরোধটি না মেনে ভারতের চাপে বাংলাদেশকে বৈশ্বিক আসর থেকে বাদ দেয়।

উইজডেন ক্রিকেট উইকলি পডকাস্টে বুচার বলেন, আইসিসি ভারতের ক্ষেত্রে নিয়ম পরিবর্তন করছে। তিনি ভারতের চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ পাকিস্তানের পরিবর্তে দুবাইয়ে আয়োজনের উদাহরণ টেনে বলেন, সাম্প্রতিক সময়ে যেভাবে একটি দলকে সুবিধা দেওয়া হচ্ছে, তা ক্রিকেট ইতিহাসে নজিরবিহীন।

বুচার আরও বলেন, ভবিষ্যতে যেন একই নিয়ম সব দলের ক্ষেত্রে প্রযোজ্য হয়। কোনো দল নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে কোনো দেশে খেলতে না চাইলে হয় নিরাপত্তা নিশ্চিত করে খেলতে হবে, নয়তো সরে দাঁড়িয়ে অন্য দলকে সুযোগ দিতে হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।