Web Analytics

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিনটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে রাতুল ইসলাম রবি (২১) নামে এক যুবক নিহত হয়েছেন এবং আরও চারজন আহত হয়েছেন। বুধবার রাতে জালকুড়ি দশপাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবি মিজমিজি পাগলাবাড়ি এলাকার মো. ফারুকের ছেলে। আহতরা হলেন নিবিড়, হাবিব ও বিজয়, অপর একজনের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন মারা যান এবং কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।