ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করেছে। আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের নতুন মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে চেয়ারম্যান এবং যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে সেক্রেটারি করা হয়েছে। এই কমিটি নির্বাচনের সার্বিক প্রস্তুতি, মাঠপর্যায়ে সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, গণমাধ্যম ও প্রচারণা, মনিটরিং এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা পরিচালনা করবে।
নতুন কমিটিতে ২৯ জন সদস্য রয়েছেন, যাদের মধ্যে ব্যারিস্টার ওমর ফারুক, নুসরাত তাবাসসুম জ্যোতি, তানজিল মাহমুদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, আকরাম হোসেনসহ অনেকে আছেন। এর আগে ৪ নভেম্বর নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাসনিম জারাকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল, কিন্তু জামায়াতে ইসলামী সঙ্গে নির্বাচনি সমঝোতার পর তাসনিম জারাসহ কয়েকজন নেতা পদত্যাগ করেন। পরে ২৯ ডিসেম্বর সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দলে যোগ দিয়ে মুখপাত্র ও কমিটির প্রধানের দায়িত্ব নেন, আর মনিরা শারমিন জামায়াতের সঙ্গে সমঝোতার পর নওগাঁ-৫ আসন থেকে সরে দাঁড়ান।