Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বাংলাদেশের স্কুলে লটারিভিত্তিক ভর্তি প্রক্রিয়া বন্ধের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি বলেন, এই ‘উদ্ভট’ পদ্ধতি মেধা ও প্রতিযোগিতার মূল্যবোধকে ক্ষুণ্ন করছে এবং শিক্ষার্থীদের পড়াশোনার আগ্রহ কমিয়ে দিচ্ছে।

২০২১ সালে করোনা মহামারির সময় প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে লটারিভিত্তিক ভর্তি কার্যক্রম চালু করা হয়। এর আগে ভর্তি পরীক্ষা মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হত। সারজিস প্রশ্ন তোলেন, যখন দেশের উচ্চশিক্ষা ও চাকরিতে মেধাভিত্তিক প্রতিযোগিতা বিদ্যমান, তখন প্রাথমিক পর্যায়ে এই বিপরীতধর্মী পদ্ধতি কেন অনুসরণ করা হচ্ছে।

তার মন্তব্যে আবারও বিতর্ক তৈরি হয়েছে। কেউ কেউ লটারিভিত্তিক পদ্ধতিকে দুর্নীতি কমানোর উপায় হিসেবে দেখছেন, অন্যরা মেধাভিত্তিক ভর্তি পুনর্বহালের দাবি জানাচ্ছেন। শিক্ষা মন্ত্রণালয় এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।