Web Analytics

উত্তর কোরিয়া তাদের দূরপাল্লার বড় ক্যালিবারের মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমের (এমআরএলএস) পরীক্ষামূলক নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে। মঙ্গলবার দেশটির ‘মিসাইল প্রশাসন’ নতুন প্রযুক্তিতে আপগ্রেড করা লঞ্চারের সক্ষমতা যাচাই করতে এই পরীক্ষা চালায়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, পরীক্ষায় চারটি রকেট উৎক্ষেপণ করা হয়, যা প্রায় ৩৫৮ কিলোমিটার দূরে পানিসীমার একটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। দেশটির নেতা কিম জং উন নিজে পরীক্ষাস্থলে উপস্থিত ছিলেন এবং একে কৌশলগত প্রতিরোধ সক্ষমতা জোরদারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

কিম জং উন বলেন, এই সিস্টেমের আঘাত হানার ক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং আগামী কয়েক বছরের মধ্যে অন্য কোনো দেশ এমন প্রযুক্তি অর্জন করতে পারবে না। তিনি দাবি করেন, পরীক্ষার ফলাফল পিয়ংইয়ংয়ের সঙ্গে সামরিক সংঘাত চাওয়া শক্তিগুলোর জন্য গুরুতর হুমকি তৈরি করবে। তিনি আরও জানান, আসন্ন ওয়ার্কার্স পার্টি কংগ্রেসে পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা জোরদারের পরবর্তী ধাপের পরিকল্পনা উপস্থাপন করা হবে।

এই প্রতিবেদনটি এমন সময় এসেছে, যখন জাপান ও দক্ষিণ কোরিয়া জানিয়েছে যে উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা চলতি মাসে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।