ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেফতারের পর দেশটির সরকার ওয়াশিংটন পরিচালনা করবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের কাছে ব্যাখ্যা চেয়েছে। শনিবার ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, নিরাপদ ও ন্যায়সঙ্গতভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র দেশটি পরিচালনা করবে। ওই সময় প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ মন্ত্রিসভার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাজ্যের ট্রেজারির প্রধান সচিব ড্যারেন জোন্স বলেন, ট্রাম্পের “সরকার চালানো” মন্তব্যের অর্থ স্পষ্ট নয়। তিনি জানান, ব্রিটেন উপনিবেশবাদের পক্ষে নয় এবং ভেনেজুয়েলার ভবিষ্যৎ নির্ধারণ করা কোনো তৃতীয় দেশের কাজ নয়। মার্কিন পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে কিনা সে বিষয়ে মন্তব্য করতে তিনি অস্বীকৃতি জানান, বলেন এটি আন্তর্জাতিক আদালতের বিষয়।
এই ব্যাখ্যা চাওয়া যুক্তরাজ্যের উদ্বেগকে প্রতিফলিত করে, যা মাদুরোর গ্রেফতারের পর ভেনেজুয়েলায় মার্কিন ভূমিকার সম্ভাব্য প্রভাব নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন তুলেছে।