চাঁদা আদায়ের প্রতিবাদে শনিবার সকালে কসবাতে সড়ক অবরোধ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় চালকেরা। জানা গেছে, পৌরসভা থেকে কসবার দুটি অটোরিকশা স্ট্যান্ডের ইজারা দেওয়া হয়। ইজারাদাররা প্রতিটি অটোরিকশা থেকে ১৫ টাকা করে আদায় করেন। গত বছর থেকে এর বিরোধিতা করে আসছে অটোরিকশা চালকেরা। ইউএনও ও পৌরসভার প্রশাসক মোহাম্মদ ছামিউল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফায় বৈঠকও হয়েছে।