Web Analytics

অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে আনসার বাহিনীর জন্য ১৭ হাজার শটগান কেনা হবে। পুরোনো অস্ত্র প্রতিস্থাপনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। মঙ্গলবার (১৮ নভেম্বর) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। তিনি আরও বলেন, ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য পূর্ব পরিকল্পনা অনুযায়ী ৪০ হাজার বডি অন ক্যামেরা কেনা হবে না; বরং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতেই তা ব্যবহার করা হবে। স্বচ্ছতার সঙ্গে ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হবে এবং নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে তা নির্ধারণ করবে। এছাড়া, এক কোটি ই-পাসপোর্ট বই কেনার অনুমোদন, ইপিআই টিকা ক্রয় এবং রোজার আগে চাল-গম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।