বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জনগণের অংশগ্রহণে নির্বাচনের মাধ্যমে দেশের ওপর জনগণের মালিকানা নবায়নই হবে সবচেয়ে বড় সংস্কার। সংস্কার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা নির্বাচনকে প্রলম্বিত করবে। স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করে তুলবে। প্রিন্স বলেন, ফ্যাসিবাদের অবসানের পর অবহেলিত হালুয়াঘাটকে আলোকিত জনপদে পরিণত করা হবে। তিনি বলেন, বিএনপি উন্নয়নের রাজনীতি করে, উন্নয়ন নিয়ে রাজনীতি ঘৃণা করে। সবার ওপরে বাংলাদেশ, সেটা দলীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হলেও বিএনপি দেশ ও জাতিকে প্রাধান্য দেয়।