পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশের ওপর কোনো বিদেশি চাপ নেই। শনিবার (৩ জানুয়ারি) মুন্সিগঞ্জে সরকারি দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সবার ভালো সম্পর্ক রয়েছে এবং নির্বাচন সম্পূর্ণভাবে দেশের নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, সরকার নিজেই নির্বাচন আয়োজন করছে এবং ১২ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। অন্যান্য দেশ বাংলাদেশের সঙ্গে কতটা সম্পর্ক রাখবে, তা তাদের নিজস্ব বিষয়। অন্যদিকে, ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফেরানোর বিষয়ে তিনি বলেন, বিচার প্রক্রিয়ায় তাড়াহুড়োর সুযোগ নেই এবং তাদের অবস্থান শনাক্ত হলে ভারত সরকারকে ধরার বিষয়ে জানানো হবে।
তিনি উল্লেখ করেন, অভিযুক্তদের ভারতে থাকার তথ্য পাওয়া গেলেও সুনির্দিষ্ট অবস্থান জানা যায়নি, তবে তাদের ফেরাতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।